কর্পোরেট অফিসগুলোতে বিভিন্ন রকম সার্ভার, রাউটার, সুইচ, ল্যান প্রিন্টার সহ অনেক ডিভাইস থাকে যা সরসারি নেটওয়ার্কে সংযুক্ত থাকে। এবং অনেক সার্ভার এবং ডিভাইস আছে যা সারাক্ষন চালু থাকতে হয়। বিশেষ করে ইমেইল সার্ভার, ওয়েব সার্ভার, রাউটার ইত্যাদি ২৪ ঘন্টা অনলাইনে থাকাটা বাধ্যতামূলক। এসব সার্ভার এবং ডিভাইস ১ ঘন্টা বন্ধ থাকার ফলে কোম্পানী বড় অংকের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে পারে। ফলে সিস্টেম এডমিনিস্ট্রেটরদের সারাক্ষন সতর্ক থকাতে হয় কখন সার্ভার ডাউন হল, আই এস পি'র সাথে লিংক ঠিক আছে কিনা ইত্যাদি ব্যাপারে। বেশী সমস্যা হয়ে যায় অফিস টাইমের পরে। কারণ তখন অফিসে কেউ না থাকার ফলে সার্ভার/লিংক কখন ডাউন হল বুঝা যায় না। ফলে তাৎক্ষনিক ব্যবস্থা ও নেওয়া যায় না। তাই সিস্টেম এডমিনিস্ট্রেটরদের জন্য নেটওয়ার্ক মনিটরিং সিস্টেম খুবই গুরুত্বপূর্ন একটা ব্যাপার। WhatsUp Gold সফটওয়ারটি দিয়ে ভাল একটা নেটওয়ার্ক মনিটর সিস্টেম তৈরী করা যায় খুব সহজেই। এই সফটওয়্যার ব্যবহার করে আমরা কিছু সার্ভারকে মনিটর করব যেন ডাউন হওয়ার সাথে সাথেই ওয়ার্নিং সাউন্ড বাজতে থাকবে।
বিস্তারিত দেখুন এখানে