Pages

অনলাইন দর্শনার্থীর সংখ্যা দেখা | See number of online viewer

আপনার ওয়েবসাইটে বর্তমানে কতজন দর্শনার্থী দেখছে তা যদি আপনার ওয়েবসাইটেই দেখা যায় তাহলে কেমন হয়। এজন্য http://www.myonlineusers.com/ এ লগইন করুন। এবার Site address এর টেক্টট বক্সে http:// সহ আপনার ওয়েবসাইটের ঠিকানা লিখুন এবং Get the Code! button বাটনে ক্লিক করুন তাহলে প্রোগ্রামিং সংকেত পাবেন। এখন উক্ত সংকেত কপি করে আপনার ওয়েবপেজের প্রথম পেজে রাখুন এবং হোষ্টিং করুন। এখন থেকে আপনার ওয়েবসাইট যখন যত দর্শনার্থী দেখবে তখন তত জনের সংখ্যা দেখা যাবে।

ওয়েবপেজের স্ক্রিনশট নেয়ার software | Take screen short of webpage with a simple software

http://www.websitescreenshots.com
থেকে ৫৮২ কিলোবাইটের ওয়েবশট সফটওয়্যারটি বিনামূল্যে ডাউনলোড করে ইনষ্টল করে নিন। ইনষ্টল করার পরে এটাকে আপনি পোর্টেবল হিসাবেও ব্যবহার করতে পারেন। এবার সফটওয়্যারটি চালু করে Url অংশে ওয়েবপেজের ঠিকানা, Output এ ইমেজের নাম ও কিধরনের ফরম্যাটে ইমেজ সেভ করতে চান তা দিন এবং Image এ ইমেজ সাইজ, এবং Browser এ কত রেজুলেশনের ব্রাউজ করতে চান তা দিয়ে Start বাটনে ক্লিক করুন। তাহলে কিছুক্ষণের মধ্যে আপনার হিসাবমত ইমেজ তৈরী হয়ে যাবে।