Pages

ওয়েবপেজের স্ক্রিনশট নেয়ার software | Take screen short of webpage with a simple software

http://www.websitescreenshots.com
থেকে ৫৮২ কিলোবাইটের ওয়েবশট সফটওয়্যারটি বিনামূল্যে ডাউনলোড করে ইনষ্টল করে নিন। ইনষ্টল করার পরে এটাকে আপনি পোর্টেবল হিসাবেও ব্যবহার করতে পারেন। এবার সফটওয়্যারটি চালু করে Url অংশে ওয়েবপেজের ঠিকানা, Output এ ইমেজের নাম ও কিধরনের ফরম্যাটে ইমেজ সেভ করতে চান তা দিন এবং Image এ ইমেজ সাইজ, এবং Browser এ কত রেজুলেশনের ব্রাউজ করতে চান তা দিয়ে Start বাটনে ক্লিক করুন। তাহলে কিছুক্ষণের মধ্যে আপনার হিসাবমত ইমেজ তৈরী হয়ে যাবে।