Pages

টাস্ক ম্যানেজার হ্যাজ বিন ডিসেবলড বাই ইউর এডমিনিস্ট্রেটর !! | Task manager has been disabled by your administrator | Computer virus problem

ধরুন আপনার কোনো ভুলের কারনে অথবা অসতর্কতার কারণে পিসির ফোল্ডার অপশন চলে গেল। এখন ফোল্ডার অপশনে গিয়ে হিডেন ফাইলে একসেস করবেন সেই উপায় নেই। এটি মুলত কোনো ভাইরাসই হোক অথবা অন্য কোনো প্রোগ্রামই হোক অনেক সময় অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে ডিলিট করে দিতে , কিন্তু ৯৯% সম্ভাবনা ঐ ফাইলটি ডিলিট করা তো দুরের কথা, ধরাই পড়বে না। যার ফলে আপনি চাইছেন টাস্ক ম্যানেজারে গিয়ে ঐ প্রোগ্রামের প্রসেস বন্ধ করে দিতে, কিন্তু আশ্চর্যের সাথে দেখলেন টাস্ক ম্যানেজার ও গায়েব ! মাথায় হাত দেয়া ছাড়া উপায় নাই। একটাই রাস্তা আছে রেজিস্ট্রি এডিটরে গিয়ে কিছু ভ্যালু চেন্জ করে ফোল্ডার অপশন টা ফিরিয়ে আনা কিন্তু আরো জটিল ব্যাপার হল রেজিস্ট্রি এডিটরেও অ্যাকসেস করা যাচ্ছে না। বলছে Regeditor is disabled by the Administrator. এই পর্যায়ে এসে উইন্ডোজ রিইনস্টল করা ছাড়া কোনো উপায় নেই।

এই ধরনের সমস্যা থেকে বাচতে নিচের সফ্টওয়্যার টি ব্যবহার করলে ৯৯.৯৯% সম্ভাবনা আপনার ফোল্ডার অপশন, টাস্ক ম্যানেজার, রেজিস্ট্রি এডিটর পুনরায় ফিরে পাবেন।



সম্পুর্ন ফ্রি এই ফাইলটি মাত্র ৭ কিলোবাইটের ! ডাওনলোড করে চালু করুন। তারপর পরবর্তী ধাপে যান এবং শেষ হলে পিসি রিস্টার্ট করুন। দেখবেন ফিরে এসেছে ফোল্ডার অপশন, টাস্ক ম্যানেজার, এবং রেজিস্ট্রি এডিটর।

ডাওনলোড করুন